কলেজের ইতিহাস (History of Uttara Credence College)
উত্তরা ক্রিডেন্স কলেজ একটি আধুনিক, নৈতিক ও মানসম্মত শিক্ষার প্রতীক হিসেবে উত্তরায় প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই এ কলেজের লক্ষ্য ছিল— তরুণ প্রজন্মকে এমনভাবে গড়ে তোলা যেন তারা শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী নয়, বরং জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ নাগরিক হিসেবে সমাজে অবদান রাখতে পারে।
ঢাকার উত্তরার ৭ নম্বর সেক্টরের কেন্দ্রস্থলে অবস্থিত এই কলেজ অল্প সময়ের মধ্যেই অভিভাবক ও শিক্ষার্থীদের আস্থার প্রতীক হয়ে উঠেছে। উন্নত পাঠদানের পরিবেশ, অভিজ্ঞ শিক্ষকগণ, শৃঙ্খলাবদ্ধ পরিবেশ এবং আধুনিক শিক্ষাপদ্ধতির সমন্বয়ে কলেজটি ইতোমধ্যে অসংখ্য শিক্ষার্থীর জীবনে সাফল্যের আলোকবর্তিকা হয়ে উঠেছে।
প্রতিষ্ঠার পর থেকেই উত্তরা ক্রিডেন্স কলেজ নিয়মিতভাবে এইচএসসি পরীক্ষায় প্রশংসনীয় ফলাফল অর্জন করে আসছে। পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম যেমন—বিতর্ক, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিজ্ঞানমেলা ও ক্রীড়া প্রতিযোগিতায়ও শিক্ষার্থীরা সাফল্যের পরিচয় দিচ্ছে।
আমাদের বিশ্বাস, শিক্ষার মূল লক্ষ্য শুধুমাত্র পেশাগত সাফল্য নয়, বরং একজন মানুষ হিসেবে চিন্তাশীল, সৎ ও দায়িত্বশীল হওয়া। সেই লক্ষ্য নিয়েই উত্তরা ক্রিডেন্স কলেজ নিরন্তর অগ্রসর হচ্ছে।