News:

অধ্যক্ষের বাণী (Principal’s Message)

প্রিয় শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ী,
উত্তরা ক্রিডেন্স কলেজে আপনাদের স্বাগতম।

শিক্ষা হলো একটি আলোর পথ, যা মানুষকে অন্ধকার থেকে জ্ঞানের আলোয় নিয়ে যায়। আমাদের প্রতিষ্ঠানে প্রতিটি শিক্ষার্থীকে সেই আলোর পথে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের প্রধান দায়িত্ব। এখানে আমরা শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দিই না; আমরা শিখাই সততা, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ।

আজকের শিক্ষার্থীই আগামী দিনের দেশনেতা, বিজ্ঞানী, শিক্ষক ও সমাজ সংস্কারক। তাই আমাদের প্রতিটি শিক্ষক, কর্মচারী ও প্রশাসনিক কর্মকর্তা শিক্ষার্থীদের সর্বোচ্চ মানের শিক্ষা ও দিকনির্দেশনা দিতে সর্বদা সচেষ্ট।

আমরা এমন একটি শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলেছি যেখানে শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে শিখতে পারে, নিজেকে প্রকাশ করতে পারে এবং নিজের স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যেতে পারে।

আমি বিশ্বাস করি, কঠোর পরিশ্রম, নিয়মিত অধ্যয়ন, আত্মবিশ্বাস ও নৈতিকতার মাধ্যমে প্রতিটি শিক্ষার্থী নিজের জীবনে সাফল্য অর্জন করতে পারবে — আর সেদিনই হবে আমাদের প্রকৃত সাফল্য।

শুভেচ্ছান্তে,
অধ্যক্ষ
আব্দুস সালাম

উত্তরা ক্রিডেন্স কলেজ
হুসাইন টাওয়ার (লিফট এর ৭), হাউসবিল্ডিং বাসস্ট্যান্ড সংলগ্ন, সেক্টর ৭, উত্তরা, ঢাকা